যতই কষে রাঁধবেন, রান্নাঘরে ততই কালিঝুলি মাখবে। কড়াইয়ে কই মাছ বা চিংড়ি ছাড়লে তেল ছিটকে পড়বে। আবার মাংসে লবন হলুদ মাখাতে গিয়ে তার ছোঁয়া লাগতেই পারে দেয়ালে। তা ছাড়া, রান্নার সময় ধোঁয়া উপরের দিকে ওঠে। এই ধোঁয়াই রান্নাঘর নোংরা, চিটচিটে করে বেশি।
তাছাড়া আপনার প্রয়েজনীয় সকল রান্নার উপকরণ এলোমেলো করে রাখার জন্য হতে পারে অঘটন।
এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে আপনার রান্নাঘরে নিয়ে আনুন আধুনিক কেবিনেট ডিজাইন।

