একটি বাড়ির কমন এরিয়া মানে সকল মানুষের পদচারনার জায়গা। এই জায়গাটি যদি মনঃপূত না হয় সবকিছু সাজিয়েও পারফেক্টশন আসবে না। কমন এরিয়ার রং, লাইটিং, দেয়াল ছবি সব কিছুতেই থাকতে হবে একটা শান্তির পরশ। বাড়িতে প্রবেশ ও বাহির হবার সময় এই কমন রুম দিতে পারে একটা আভিজাত্যের অনুভুতি। কিছু সবুজ প্লানটেশন ব্যবহার এরিয়াটাকে এনে দিতে পারে প্রাকৃতিক শোভামন্ডিত।


গেস্টদের অপেক্ষা করার জন্য দিতে পারেন আরাম দায়ক সোফা। ডিআইটির প্রোটফোলিওতে রয়েছে অনেক কমন এরিয়ার ডিজাইন চাইলে দেখে নিতে পারেন।

©2024 EID BD. All Rights Reserved.