যান্ত্রিক জীবনে ব্যস্ততা যেন পিছু হটতে চায়না। ক্লান্তমন অস্থিরতা ঝেড়ে ফেলতে বাসা, অফিস কিংবা রেস্টুরেন্টে গিয়ে সবাই খোঁজে একটু নিরিবিলি, প্রকৃতির সান্নিধ্যেময় একটি শান্তিপূর্ণ জায়গা।

রুফটপ বা ছাদের বাগান হতে পারে সেই শান্ত স্থান। বর্তমানে রুফটপ সাজানোর ধারণাটি বেশ জনপ্রিয়। কারণ এটি বন্ধুবান্ধব, আফিস মিটিং অথবা পারিবারিক যেকোন আড্ডার জন্য একটি খুব কমনীয় এবং স্বাস্থ্যকর পরিবেশ প্রদান করে।

আধুনিক শহুরে জীবনে রুফটপ বা ছাদ বাগানের ক্রমবর্ধমান জনপ্রিয়তার কথা বিবেচনা করে ইন্টেরিয়র হাউজ গুলো খুব সচেতনতার সাথে তাদের মেধার বিকাশ ঘটিয়ে যাচ্ছে। ছাদের খালি ও অব্যবহৃত জায়গাকে কাজে লাগিয়ে করে তুলেছে স্বপ্নের মত সুন্দর।

এলক্ষ্যে এক্সট্রিম ইন্টেরিয়র ডিজাইন যেকোন খালি জায়গাকে করে তুলছে রুপকথার মত সুন্দর। আমাদের দক্ষ ডিজাইনারগণ ছাদের আকৃতি ও নকশা অনুযায়ী আশ্চর্যজনক সব আইডিয়ার সাহায্যে সফলভাবে আপনাকে আপনার কাল্পনিক ছাদ বাগান সত্যি করে উপহার দিতে পারি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

©2024 EID BD. All Rights Reserved.